শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

সিলেট সুরমা ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির নিহত হয়েছেন।শুক্রবার (১৩ জুলাই) দুপুরে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, সকালে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়ায় সিলেট থেকে ঢাকাগামী জালালাবাদ ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।